বৃষ্টিময় দিনে বৃক্ষরোপণ উৎসব

অসাধারণ একটি দিন ছিল। সারাদিনের ইলশেগুঁড়ি বৃষ্টিটা কখন যে মুষলধারে পড়তে শুরু করে আর পুরো আয়োজন নষ্ট হয়ে যায়, এ নিয়ে ভয়টা সবসময় ছিল আর ছেলেমেয়েরা বৃষ্টিতে ভিজে কিভাবে গাছ লাগবে, এ আশংকা তো ছিলই।
.
আসলে অন্য আয়োজনগুলো থেকে এটা একটু ভিন্ন ছিল, না আজ আমরা, যারা গাছ লাগিয়েছে তাদের কোন সার্টিফিকেট দিতে পেরেছি, না অন্য কোন স্বীকৃতি দিতে পেরেছি। এরকম বৃষ্টিমুখর আবহাওয়ার মাঝেও আজকে যে ৮০ জন ছেলেমেয়ে একটানা কাজ করে এতগুলো গাছ লাগিয়েছে, তারা আসলে নিজের বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু একটা করতে চায় বা হয়তো চায় পার্থিব জগতে আত্মিক আনন্দ।
.
আসলে এরকম একটি কম ব্যক্তিগত স্বীকৃতি সম্পন্ন উদ্যোগে সার্বজনীন কল্যাণ চিন্তা করে এই তরুণপ্রাণগুলোর এরকম সমাগম আমাদেরকে আমাদের সুন্দর ভবিষ্যতের ব্যাপারে যথেষ্ট আশান্বিত করেছে।
.
ধন্যবাদ সকল তরুণপ্রাণকে, যারা এরকম বৃষ্টিমুখর পরিবেশেও আত্মিক তাগিদে এরকম একটি আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য।
.
ধন্যবাদ 1/24 Social Movementকে এরকম একটি উদ্যোগ নেওয়ার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আর সাথে ইয়াং ইকোনমিস্টস’ সোসাইটিকেও, আমাদের সাথে থেকে সহায়তা করার জন্য।
.
আর সহ-আয়োজক হিসেবে বিতর্কের বাইরেও কোন একটি কাজের মাধ্যমে নিজ বিশ্ববিদ্যালয়ে অবদান রাখতে পেরে আমরা চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিও আজ যথেষ্ট গর্বিত।
.
আশা করি ১/২৪ সোশ্যাল মুভমেন্ট এর ১ লক্ষ গাছ লাগানোর উদ্যোগ সাফল্য লাভ করবে।

সভাপতি,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।

Total Visitors (Since 05 May/14/2021)

096073
Visit Today : 124
Visit Yesterday : 233
This Month : 1618
This Year : 32669
Total Visit : 96073
Hits Today : 141
Total Hits : 322858
Who's Online : 11