সবুজায়নে ১/২৪ সোশ্যাল মুভমেন্ট এন্ড ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সেমিনার

”২৪ ঘন্টায় একটি ভাল কাজ, গড়তে পারে সুন্দর সমাজ “এই লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্টালগ্ন থেকে সমাজ এবং পরিবেশের জন্য কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় – ১/২৪ সোশ্যাল মুভমেন্ট এন্ড ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ আজ ১১ ই মে ২০২৪ খৃষ্টাব্দ চট্টগ্রাম মহানগরীর ফুসফুসখ্যাত সিআরবির শিরিষতলায় সংগঠন এর সভাপতি লায়ন জামাল উদ্দিন এর সভাপতিত্বে, স্বেচ্ছাসেবক হান্নান মুহাম্মদ চৌধুরীর সঞ্চালনায়, বর্তমানে আলোচিত হিট ওয়েভ তথা জলবায়ুর পরিবর্তন মোকাবিলা এবং কার্বন নিঃসরন (CO2) কমিয়ে আনার লক্ষ্যে বৃক্ষরোপণের প্রতি গুরুত্ব আরোপ এবং স্বেচ্ছাসেবকদের উৎসাহিত করতে এক জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন এবং বৃক্ষরোপনের গুরুত্ব এবং ‘১/২৪ সোশ্যাল মুভমেন্ট’ এর বৃক্ষরোপন কর্মসূচি নিয়ে আলোচনা করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন এর শুভাকাঙ্ক্ষী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব এ.জি.এম নাজিম উদ্দীন। প্রধান অথিতির বক্তব্যে তিনি পরিবেশ রক্ষার্থে গাছ লাগানোর প্রয়োজনীয়তা এবং পরিচর্যার উপর গুরুত্ব আরোপ করেন। তাছাড়া ১/২৪ সোশ্যাল মুভমেন্ট এন্ড ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ‘১,০০,০০০ গাছ লাগানোর ক্যাম্পেইন কে এগিয়ে নিয়ে যেতে সকলের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব লায়ন তাহের আহমেদ (গভর্ণর এডভাইজর, লায়ন জেলা ৩১৫ বি-৪)। তিনি ১/২৪ সোশ্যাল মুভমেন্ট এন্ড ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং ‘১,০০,০০০গাছ লাগানোর ক্যাম্পেইন এর ব্যাপারে সাধুবাদ জানান। এছাড়াও মুসাইদাহ ফাউন্ডেশন এর সভাপতি জনাব মোঃ আবু হাসান, বিশিষ্ট সমাজকর্মী জনাব মো. কায়সার আলী চৌধুরী, ‘মার্ট প্রোমোটার, এর কর্মকর্তা(আইটি এবং মিডিয়া) জনাব শরিফুল ইসলাম গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি ১/২৪ সোশ্যাল মুভমেন্ট এবং যুব সংগঠন এর সকল কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।এছাড়াও সংগঠন এর সেক্রেটারি রুবেল দাশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাবরিনা মোস্তফা মিতু প্রমুখ বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকরা বৃক্ষরোপণ এবং সবুজায়ন এর প্রয়োজনীয়তা বিষয়ক বিভিন্ন পোস্টার প্রদর্শন করেন। এবং সর্বশেষ নতুন যুক্ত হওয়া স্বেচ্ছাসেবকগন কে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠন এর সভাপতি জনাব জামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক জনাব রুবেল দাশ।

Total Visitors (Since 05 May/14/2021)

097437
Visit Today : 61
Visit Yesterday : 102
This Month : 163
This Year : 34033
Total Visit : 97437
Hits Today : 80
Total Hits : 325815
Who's Online : 4