মিরসরাইয়ে ১০ হাজার গাছের চারা বিতরণ করলো ‘১/২৪ সোশ্যাল মুভমেন্ট এন্ড ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন
২৪ ঘন্টায় একটি ভাল কাজ, গড়তে পারে সুন্দর সমাজ-এই লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্টালগ্ন থেকে সমাজ এবং পরিবেশের জন্য কাজ করে যাচ্ছে ‘১/২৪ সোশ্যাল মুভমেন্ট এন্ড ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’। এরই ধারাবাহিকতায় মিরসরাইয়ে ১০ হাজার ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করেছে সংগঠনটি। উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় বুধবার বিকেলে বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়। গাছের চারার মধ্যে ছিল আমলকি, হরিতকি, বহেরা, জলপাই, আকাশমনি, কড়ই, গামারি ও বেলজিয়াম। যেসব সংগঠনের মধ্যে চারা বিতরণ করা হয় সেগুলো হলো অনির্বাণ, বিডি ক্লিন মিরসরাই উপজেলা, জোরারগঞ্জ ফ্রেন্ডস ক্লাব, বিজলী, রক্তের বন্ধনে মিরসরাই ও রক্তিম পরিবার।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জোরারগঞ্জ ইউনিয়ন শাখার সহযোগিতায় চারা বিতরনী অনুষ্ঠান ১/২৪ সোশ্যাল মুভমেন্ট এন্ড ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’র সভাপতি লায়ন জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম, জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি শামসুদ্দীন, জোরারগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দিন, মাওলানা মোহাম্মদ হাসান, জোরারগঞ্জ ইউনিয়ন জামায়াতের সমাজকল্যান সম্পাদক আবদুল মোতালেব, ছাত্র প্রতিনিধি আরাফাত শাকিল, ইকবাল হোসেন ও নুর নবী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক নুরুল আলম বলেন, ১/২৪ সোশ্যাল মুভমেন্ট এন্ড ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন গাছের চারা বিতরণের যে মহতী উদ্যোগ নিয়েছেন তা অসামান্য। আমাদের দেশে যে পরিমাণ গাছ কাটা হয় সেই পরিমাণ গাছ রোপন করা হয় না। এতে করে পরিবেশের উপর বিরুপ প্রভাব পড়ে। একটি সুন্দর বাসযোগ্য দেশ গঠনে গাছ লাগানোর কোন বিকল্প নেই।