ঈদের শুভেচ্ছা বিনিময় এবং আলোচনা সভা

সংযমের ৩০টি দিন তথা মাহে রমাদান শেষে আনন্দের পয়গাম নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে পবিত্র ঈদ উল ফিতর।

আজ অনলাইন প্লাটফর্ম জুমে ঈদের শুভেচ্ছা বিনিময় ও ঈদ পরবর্তী কর্মপদ্ধতি চূড়ান্তকরণের লক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ১/২৪ সোশ্যাল মুভমেন্ট এর ভারপ্রাপ্ত সভাপতি লায়ন জামাল উদ্দিন।

এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যে পিএইচডি গবেষণারত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ও ১/২৪ সোশ্যাল মুভমেন্ট এর প্রতিষ্ঠাতা জনাব মুহাম্মদ শাহাব উদ্দিন স্যার।

উক্ত আলোচনা সভায় ঈদ পরবর্তী কার্যক্রম নিয়ে বিস্তর আলোচনা করেন জনাব শাহাব উদ্দিন স্যার।

এতে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ১/২৪ সোশ্যাল মুভমেন্ট এর উপদেষ্টা জনাব লায়ন চাষী মতিন রহমান ১/২৪ সোশ্যাল মুভমেন্ট এর সাধারণ সম্পাদক রুবেল দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা রিফাত রিমকী, শিক্ষা বিষয়ক সম্পাদক সাগর চৌধুরী, দপ্তর সম্পাদক মাইনুল হাসান সাকিব ১/২৪ সোশ্যাল মুভমেন্ট এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উইংয়ের সহ-সভাপতি সুমাইয়া রেজা রূহানী এবং ১/২৪ সোশ্যাল মুভমেন্ট এর অর্থ সম্পাদক আল-মামুন!

আল-মামুন

Read More

Total Visitors (Since 05 May/14/2021)

097485
Visit Today : 109
Visit Yesterday : 102
This Month : 211
This Year : 34081
Total Visit : 97485
Hits Today : 140
Total Hits : 325875
Who's Online : 11