জানুয়ারি মাসের দ্বিতীয় কার্যকরী পরিষদের সভা

আজ (২৩-০১-২০২১) ইং বিকাল পাঁচটায় নগরীর কাজীর দেউরির ভিআইপি টাওয়ারস্থ “১/২৪ সোশ্যাল মুভমেন্ট অফিস”এ জানুয়ারি মাসের দ্বিতীয় কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক শ্রদ্ধেয় মোহাম্মদ শাহাব উদ্দিন স্যার।

অন্যন্যের মাঝে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি লায়ন জামাল উদ্দিন, উপদেষ্টা লায়ন চাষী মতিন রহমান, সাধারণ সম্পাদক রুবেল দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা রিফাত রিমকী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুহিব ফারহান, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক সাগর চৌধুরী, পরিবেশ বিষয়ক সম্পাদক হাসনাত হাসান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আল-মামুন, দপ্তর সম্পাদক মাইনুল হাসান সাকিব এবং মানবাধিকার কর্মী কারিমা বেগম বিজলী।

বার্তা প্রেরক,
আল-মামুন,
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক।

Total Visitors (Since 05 May/14/2021)

097492
Visit Today : 116
Visit Yesterday : 102
This Month : 218
This Year : 34088
Total Visit : 97492
Hits Today : 149
Total Hits : 325884
Who's Online : 5