বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা প্রদান

১/২৪ সোশ্যাল মুভমেন্ট এর বার্ষিক সাধারণ সভা ও ১/২৪ সোশ্যাল মুভমেন্ট এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহাব উদ্দিন স্যারের কমনওয়েলথ স্কলারশিপ লাভ করায় সংবর্ধনা অনুষ্ঠান আজ নগরীর প্রবর্তক মোড়স্থ কারিতাস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আল-মামুন এবং রুমানা রিফাত রিমকীর সঞ্চালনায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে AGM এর আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় কোভিড-১৯ করোনা ভাইরাসে ফ্রন্টলাইনে কাজ করতে গিয়ে মারা যাওয়া যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক নীরবতা পালন করা হয়।

audience
আগত দর্শকদের একাংশ

 

এসময় উদ্বোধনী বক্তব্য রাখেন ১/২৪ সোশ্যাল মুভমেন্ট এর সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক লায়ন জামাল উদ্দিন। সংগঠনের বার্ষিক আয় ব্যয় বিবরণী উপস্থাপন করেন ১/২৪ সোশ্যাল মুভমেন্ট এর সাধারণ সম্পাদক জনাব রুবেল দাশ এবং সংগঠনের কার্যক্রম তুলে ধরেন ১/২৪ সোশ্যাল মুভমেন্ট এর যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা রিফাত রিমকী।

jamal
বক্তব্য রাখছেন লায়ন জামাল উদ্দিন

 

rubel da
আর্থিক বিবরণী তুলে ধরছেন রুবেল দাশ

 

rimki
সংগঠনের কার্যক্রম তুলে ধরছেন রুমানা রিফাত রিমকী

 

matin
বক্তব্য রাখছেন ১/২৪ সোশ্যাল মুভমেন্ট এর উপদেষ্টা চাষী মতিন রহমান

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন যুব উন্নয়ন অধিদপ্তর কোতোয়ালি থানা ইউনিটের কর্মকর্তা জনাব জাহান উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্যে জনাব জাহান উদ্দিন যুব উন্নয়ন অধিদপ্তরের নানান কার্যক্রম তুলে ধরে ভলান্টিয়ারদের সামাজিক কাজকর্মের পাশাপাশি উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলা এবং প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার জন্য সকলকে আহবান করেন। এসময় তিনি যুব উন্নয়নে সরকারের নানান উদ্যোগের কথা তুলে ধরেন।

jahan
বক্তব্য রাখছেন যুব উন্নয়ন কর্মকর্তা জাহান উদ্দিন

 

অনুষ্ঠানে কমনওয়েলথ স্কলারশিপ লাভ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জনাব শাহাব উদ্দিন স্যারকে উত্তরীয় এবং সম্মাননাসূচক ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

crest
শাহাব উদ্দিন স্যারের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন লায়ন জামাল উদ্দিন

 

sase
শাহাব উদ্দিন স্যারকে উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ

 

বক্তব্য প্রদানকালে প্রফেসর শাহাব উদ্দিন নিঃস্বার্থভাবে দেশ ও দশের জন্য আমরণ কাজ করে যাওয়ার জন্য ১/২৪ সোশ্যাল মুভমেন্ট এর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, “নিঃস্বার্থভাবে সৃষ্টির সেবায় কাজ করে গেলে মহান আল্লাহ তা’আলা তার প্রতিদান অবশ্যই দিবেন। গোপনদান যেমন আল্লাহর নিকট অতি প্রিয় ঠিক তেমনি অন্যকে ভালোকাজে উদ্বুদ্ধ করতে কাজ করে যাওয়ার সওয়াবও বহুগুণ!” এসময় তিনি ১/২৪ সোশ্যাল মুভমেন্ট এর সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

sir
বক্তব্য রাখছেন শাহাব উদ্দিন স্যার

 

ফ্রন্টলাইন যোদ্ধাদের সম্মাননা প্রদান

কোভিড-১৯ পরিস্থিতিতে সামনে থেকে কাজ করে যাওয়া সংগঠনগুলোকে সম্মাননা প্রদান করে ১/২৪ সোশ্যাল মুভমেন্ট।

করোনা পরিস্থিতিতে লাশ দাফনের মতো সাহসিকাজে এগিয়ে আসায় আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে, করোনা পরিস্থিতিতে পথকুকুরদের খাবার নিশ্চিতকরণে কাজ করে যাওয়া Social and Animal Activist Foundation (SAAF) এবং টিম কোতোয়ালি ইউনিটকে সম্মাননা প্রদান করা হয়।

manahil
আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করছেন শহীদুল ইসলাম এবং শামসুল ইসলাম খান।

 

paws
Social and Animal Activist Foundation (SAAF) এর পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ইয়ানা হক

সম্মাননা প্রদান

অনুষ্ঠানে ৩টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

  • বেস্ট ভলান্টিয়ার সার্টিফিকেট ২০২০
  • বেস্ট উইং অ্যাওয়ার্ড ২০২০
  • স্পেশাল ক্যাটাগরি ২০২০

বেস্ট ভলান্টিয়ার সার্টিফিকেট ২০২০

২০২০ সালে বেস্ট ভলান্টিয়ার নির্বাচিত হয়েছেন ১/২৪ সোশ্যাল মুভমেন্ট এর চবি উইং সভাপতি নাতাশা ইসলাম, সদস্য আহনাফ শাফিন এবং আশরাফুল হক সানি।

natasha
বেস্ট ভলান্টিয়ার সার্টিফিকেট ২০২০ গ্রহণ করছেন নাতাশা ইসলাম

 

shafin
বেস্ট ভলান্টিয়ার সার্টিফিকেট ২০২০ গ্রহণ করছেন আহনাফ শাফিন

 

sanny
বেস্ট ভলান্টিয়ার সার্টিফিকেট ২০২০ গ্রহণ করছেন আশরাফুল হক সানি।

 

বেস্ট উইং অ্যাওয়ার্ড ২০২০

বেস্ট উইং ২০২০ ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে “এনভায়রনমেন্ট এন্ড বায়োডাইভারসিটি উইং”!

rimki
বেস্ট উইং ২০২০ পদক গ্রহণ করছেন এনভায়রনমেন্ট উইং লিডার রুমানা রিফাত রিমকী

 

স্পেশাল ক্যাটাগরি ২০২০

স্পেশাল ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন ১/২৪ সোশ্যাল মুভমেন্ট এর গ্রাফিক্স ডিজাইনার আসমান আসিফ এবং নেটওয়ার্কিং কাজে লাগিয়ে শীতবস্ত্র বিতরণে সহযোগিতা করায় সায়েমুল আলম সায়েম।

sayem
সায়েমের পক্ষে পদক নিচ্ছেন মেহেদী হাসান রিব্বী

 

asif
পদক নিচ্ছেন আসমান আসিফ

 

এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ওয়াইল্ড লাইফ সাংবাদিক আমিনুল মিঠু, ১/২৪ সোশ্যাল মুভমেন্ট এর উপদেষ্টা চাষী মতিন রহমান, সমাজকর্মী ইয়ানা হক, সমাজকর্মী শাহানা আক্তার জাহানসহ প্রমুখ।

সাধারণ সভা অনুষ্ঠিত

অনুষ্ঠান শেষে শাহাব উদ্দিন স্যারের সভাপতিত্বে সদস্যদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি ১/২৪ সোশ্যাল মুভমেন্ট এর আগামীদিনের কর্মপদ্ধতি সম্পর্কে আলোচনা করেন।

meeting
সদস্যদের নিয়ে সাধারণ সভা

 

ভারপ্রাপ্ত সভাপতির নাম ঘোষণা

১/২৪ সোশ্যাল মুভমেন্ট এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহাব উদ্দিন স্যারের পিএইচডি ডিগ্রি উপলক্ষে গ্রেট ব্রিটেনে অবস্থানকালীন সময় তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে লায়ন জামাল উদ্দিনের নাম ঘোষণা করেন।

এসময় ভারপ্রাপ্ত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান ১/২৪ সোশ্যাল মুভমেন্ট এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহাব উদ্দিন স্যার!

ful
ভারপ্রাপ্ত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন ১/২৪ সোশ্যাল মুভমেন্ট এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহাব উদ্দিন স্যার

 

অনুষ্ঠানের সকল ছবি পেতে ক্লিক করুন এখানে

রিপোর্ট: আল-মামুন

Total Visitors (Since 05 May/14/2021)

095936
Visit Today : 220
Visit Yesterday : 184
This Month : 1481
This Year : 32532
Total Visit : 95936
Hits Today : 319
Total Hits : 322681
Who's Online : 7