মানবসেবার লক্ষ্যে কাজ করে যাওয়া “১/২৪ সোশ্যাল মুভমেন্ট” এর ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান গতকাল “জেলা পরিষদ মিলনায়তন,চট্টগ্রাম”এ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন;চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অধ্যাপক ও বিশিষ্ট সমাজসেবী ড. রঞ্জিত কুমার চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক কাজী আবরার হাসান,কোতোয়ালি থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মাদ মহসিন, জে.এস এন্টারপ্রাইজের কর্ণধার ও বিশিষ্ট সমাজসেবী জামাল উদ্দিন,কসমোস শিপিং গ্রুপের ম্যানেজার ও বিশিষ্ট সমাজসেবী চাষী আবদুল মতিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সম্মিলিত সামাজিক পরিষদ সংগঠন এর এডভাইজার লায়ন ইব্রাহীম,চট্টগ্রাম সম্মিলিত সামাজিক পরিষদ সংগঠন এর প্রেসিডেন্ট জনাব ওসমান ফারুকী হিমাদ্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১/২৪ সোশ্যাল মুভমেন্ট এর প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক জনাব শাহাব উদ্দিন স্যার।
পবিত্র গ্রন্থ থেকে পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনার পর অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া ও কেক কাঁটার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রঞ্জিত কুমার চৌধুরী স্যার বলেন,”সমাজের উন্নয়নের জন্য সম্মিলিত পদক্ষেপ একান্ত জরুরী। আর একাজে তরুণদের এগিয়ে আসতে হবে।” অধ্যাপক রঞ্জিত তরুণদের মাদকের বিরুদ্ধে লড়ে যাওয়ার জন্য তাগাদা দিয়ে বলেন,”মাদক রোধে লিফলেট বিতরণ ও ক্যাম্পেইনের মাধ্যমে সামাজিক সচেতনতা ছড়িয়ে দিতে হবে”।
শহরে পলিথিনজাত দ্রব্যের আধিক্য ও পরিবেশ দূষণ রোধে সামাজিক সংগঠনগুলোকে এবং বিশেষ করে ১/২৪ সোশ্যাল মুভমেন্ট এর সদস্যদের শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার জন্য যথাযথ ব্যাবস্থা গ্রহণ করার জন্য পরামর্শ দেন এছাড়াও কার্যকরী একটি ব্লাডব্যাংক প্রতিষ্ঠার জন্য সামাজিক সংগঠনগুলোকে উদ্বুদ্ধ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে ডাঃ কাজী আবরার হাসান বলেন,”১/২৪ সোশ্যাল মুভমেন্ট এর কার্যকরী পদক্ষেপগুলো দেখে আমি অভিভূত। ভবিষ্যতে ১/২৪ সোশ্যাল মুভমেন্ট এর সাথে যুক্ত হয়ে যেকোন সামাজিক কার্যক্রম সফল করে যাবেন আশ্বাস দিয়ে তিনি বলেন “১/২৪ সোশ্যাল মুভমেন্ট এরসাথে যৌথভাবে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন চালিয়ে যাবেন তিনি।”
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ মহসিন গুজব ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাওয়ার জন্য তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন,”বর্তমান সমাজের সবচেয়ে বড় সংকট হলো গুজব তথা শোনা কথায় বিশ্বাস করা।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে কোনো নিউজ শোনার পর তা সঠিক কি না যাচাই না করে ভাইরাল করে দেয়ার চলন সমাজে ঘটতেছে। এসময় তিনি ১/২৪ সোশ্যাল মুভমেন্টের সদস্যদের গুজব ও মাদক রোধে কাজ করে যাওয়ার পাশাপাশি ক্যারিয়ার সচেতন হওয়ারও পরামর্শ দেন।
সভাপতির বক্তব্যে ১/২৪ সোশ্যাল মুভমেন্ট এর প্রতিষ্ঠাতা জনাব শাহাব উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীতে ১/২৪ সোশ্যাল মুভমেন্ট এর পাশে থাকার জন্য সবাইকে আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,জনাব জামাল উদ্দিন,জনাব চাষী অাব্দুল মতিন,লায়ন ইব্রাহীম,ওমর ফারুক,কামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১/২৪ সোশ্যাল মুভমেন্টের সদস্য আল-মামুন ও সুমাইয়া রেজা রূহানী।
সমাজের তরে কাজ করে যাওয়া নিবেদিত মানুষদের হাতে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের ১ম অধিবেশনের সমাপ্তি ঘটে।
এর পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় কবিতা ও একক অভিনয় প্রদর্শন করেন আবু তৈয়ব,গান পরিবেশন করেন ১/২৪ সোশ্যাল মুভমেন্ট এর কো-অর্ডিনেটর রুবেল দাশ,সাত্ত্বিক দাশ ও অনিক দে।